ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাব সদস্যদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
প্রেসক্লাব সদস্যদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৬১তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব সদস্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এছাড়াও শিশু আনন্দমেলাসহ রয়েছে পাঁচ দিনব্যাপী নানা অনুষ্ঠান।


 
মঙ্গলবার (০৬ অক্টোবর) প্রথম দিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় সভাপতি একাদশ ও সাধারণ সম্পাদক একাদশের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ। খেলায় সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী হয়।
 
ক, খ, গ এবং ঘ- বয়সভিত্তিক এ চারগ্রুপে বিভক্ত হয়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা।

বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে পুরুষ ও নারীদের পৃথক টেবিল টেনিস, স্পেড ট্রাম্প ও দাবা প্রতিযোগিতা।
 
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রয়েছে ক থেকে ঘ গ্রুপ পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, সংগীত, লুডু, ক্যারাম ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

শুক্রবার (০৯ অক্টোবর)  ছেলে ও মেয়েদের আলাদাভাবে দৌঁড়, যেমন খুশি তেমন সাজো, শুটিং, পিলো পাসিং, কানামাছি, দড়ি টানাটানি অনুষ্ঠিত হবে।

এরপর আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা থেকে শুরু হবে পুরুষ ও নারীদের আলাদা ম্যারাথন দৌঁড়।
 
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
‌এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।