ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মনপুরায় ইলিশ ও ৭ ট্রলারসহ ৫৫ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
মনপুরায় ইলিশ ও ৭ ট্রলারসহ ৫৫ জেলে আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মনপুরার মেঘনায় ইলিশ ধরার দায়ে ৫৫ জেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

এ সময় ১৫০টি ইলিশ, ১০ মণ কাটা ইলিশ, ২০ হ‍াজার মিটার কারেন্ট জাল ও সাতটি ট্রলার জব্দ করা হয়েছে।



সোমবার (৫ অক্টোবর) ভোর থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত কোস্টগার্ডের একটি দল এ অভিযান চালায়। আটক জেলেদের বাড়ি চরফ্যাশন ও লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মজাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ইলিশ রক্ষায় কোস্টগার্ডের একটি দল মনপুরা সংলগ্ন মেঘনায় অভিযান চালায়।

এ সময় দলটি নদীর বিভিন্ন প্রান্ত থেকে ইলিশ ও সাতটি ট্রলারসহ ৫৫ জেলেকে আটক করে। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ সময় মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ইলিশ রক্ষায় পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

** চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ মণ জাটকা জব্দ

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।