সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে রহিবুল মিয়া (৩২) নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে পৌরসভার ভরারগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রহিবুল মিয়া দিরাই পৌর শহরের ভরারগাঁও গ্রামের ওয়াকিব উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ভোরে পৌরসভার ভরারগাঁও গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ডাকাত সর্দার রহিবুলের বিরুদ্ধে নেত্রকোণা জেলার খালিয়াজুরিতে ব্যাংক ডাকাতিসহ জগন্নাথপুর ও দিরাই থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
এমজেড