ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে পাঠ্যপুস্তকবাহী ট্রাক উল্টে, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
বাগেরহাটে পাঠ্যপুস্তকবাহী ট্রাক উল্টে, আহত ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে যাওয়ার পথে সরকারি পাঠ্যপুস্তকবাহী একটি ট্রাক উল্টে চালকসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের স্টিলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আহতরা হলেন-ট্রাকের চালক অহিদুল ইসলাম (৩০), হেলপার হাবিবুর রহমান (২৮) ও বই সরবরাহকারী প্রতিষ্ঠানের মো. মিজানুর রহমান।

ট্রাকটিতে এক লাখ ৩০ হাজার মাধ্যমিক স্তরের বই ছিল। শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য ঢাকা থেকে পাঠানো সরকারি ওই বই মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে নেওয়া হচ্ছিল।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, চালক রাস্তা ভুল করে ট্রাক নিয়ে শরণখোলার দিকে চলে যান। পথে রাস্তার গভীর গর্তে চাকা গেড়ে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা তিনজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে বইগুলো ভ্যানে করে উপজেলা শিক্ষা অফিসে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।