ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে জাতীয় কন্যা‍শিশু দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ফরিদপুরে জাতীয় কন্যা‍শিশু দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: `কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।



সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতানা আক্তার, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট’র (ব্লাস্ট) জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, বেসরকারি সংগঠন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।

সভায় বক্তারা সমাজে কন্যা শিশুদের নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।