ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

লিটনের এমপি ও দলীয় পদ বাতিলের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
লিটনের এমপি ও দলীয় পদ বাতিলের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশু শাহাদাত হোসেন সৌরভকে (৮) গুলি করার দায়ে লিটনের সংসদ সদস্য (এমপি) পদ বাতিলের দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফেডারেশন।
 
মঙ্গলবার (০৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।


 
সভাপতির বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি জামাল শিকদার বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন প্রকাশ্যে নিজের ব্যবহৃত অস্ত্রের মাধ্যমে শিশু সৌরভকে গুলি করে আহত করে।
 
তিনি বলেন, সারাদেশের বিভিন্ন স্থানে যখন শিশু নির্যাতন চলছে, তখন এ নির্যাতন সরকারকে বিভ্রান্ত করছে। তাই লিটনের সংসদ সদস্য পদ ও দলীয় পদ বাতিলের দাবি জানাচ্ছি।
 
বক্তারা বলেন, লিটনের এ কর্মকাণ্ড সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এছাড়া একটি শিশুর ওপর এ নির্যাতন মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে গ্রেফতারের পর লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
 
মানববন্ধনে আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. বাহারানে সুলতান বাহার, প্রাথমিক শিক্ষক নেতা মোহাম্মদ শামসুল আলম, মো. মোস্তফা, লায়ন নুর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
গত শুক্রবার (০২ অক্টোবর) ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের ব্র্যাক মোড়ের গোপালচরণ এলাকায় কালাইয়ের ব্রিজের কাছে এমপি লিটনের ছোড়া গুলিতে সৌরভ গুরুতর আহত হয়। এ ঘটনায় লিটনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সৌরভের বাবা।
 
লিটন দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে অংশ নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
 
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।