বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে জমি নিয়ে সংঘর্ষে আহত মান্নান শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মান্নান শেখ চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের মৃত জহুর শেখের ছেলে।
পুলিশ দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, উপজেলার বড়গুনী গ্রামের দুই ভাই সিরাজুল শেখ ও বাবুল শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় চাচাতো ভাই আব্দুল মান্নান শেখ সংঘর্ষ ঠেকাতে গেলে লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মান্নান শেখের মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
এমজেড