ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

খিজির খান হত্যা প‍ূর্ব পরিকল্পিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
খিজির খান হত্যা প‍ূর্ব পরিকল্পিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খানের হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে গুলশান ডিসি কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি এ মত প্রকাশ করেন।



তিনি বলেন, হত্যার রহস্য এখনো কিছু জানা যায়নি। তবে হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হয়েছে এটি প‍ূর্ব পরিকল্পিত।

মোস্তাক আহমেদ বলেন, ব্যক্তিগত, পারিবারিক দ্বন্দ্ব, অর্থনৈতিক বিষয় বা ধর্মীয় বিষয়গুলো সামনে রেখে এ হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে ৮টার দিকে বাড্ডা গুদারাঘাট কাইয়ূম কমিশনারের বাড়ির বিপরীতে খিজির খানের মালিকানাধীন বাড়িতে তাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এনএ/জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।