গাজীপুর: জেলার ভূরুলিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া বাংলানিউজকে জানান, ঢাকা-ময়মনসিংহ রেলরুটের ভূরুলিয়া ময়লারটেক এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক নিহত হয়।
যুবকের পরনে সবুজ রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট ছিল। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএইচ