মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একই পরিবারের আট সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শহরের সুরভীপাড়ায় নিজ বাড়ি থেকে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই পরিবারের ওই আটজনকে অচেতন করে দুর্বৃত্তরা বাড়ি থেকে মালামাল লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অচেতন হওয়া ব্যক্তিরা হলেন- শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ও স্থানীয় একটি দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আলী (৬০) ও তার পরিবারের সদস্য সুমি আক্তার (২৫), মিলু (২৮), শাকিল (৩৫), মুক্তা (৬), শাবা (৫ মাস), শাওন (২২) ও জাবেদ (২৫)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মোহাম্মদ আলীর বাড়িতে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাড়ির ভেতরে ঢুকে নয় সদস্যকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তা খাইয়ে বাড়ির ৮ সদস্যকে অচেতন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান এএসআই।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
এমজেড