সাভার (ঢাকা): মাতৃদুগ্ধ পানে মায়েদের উৎসাহিত করতে বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ লিমিটেড’র উদ্যোগে সাভারে মাতৃদুগ্ধ পান কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে সাভারে বেসরকারি দীপ ক্লিনিকে মাতৃদুগ্ধ পান কেন্দ্রটির উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, নেসলে নিউট্রিশনের রিজিওনাল বিজনেস হেড বিনু জ্যাকব।
দেশজুড়ে এক হাজার ব্রেস্ট ফিডিং কক্ষ চালুর উদ্যোগের অংশ হিসেবে নেসলে বাংলাদেশ লিমিটেডের আয়োজনে এ মাতৃদুগ্ধ পান কেন্দ্রের উদ্ধোধন করা হয়।
![](files/October2015/October06/Pan_ML_989051802.jpg)
এক আলোচনায় বক্তারা জানান, ঘরের বাইরে শিশুকে বুকের দুধ পান করানোর জন্য কোনো পৃথক জায়গা না থাকায় শিশুরা সময় মতো মাতৃদুগ্ধ পান থেকে বঞ্চিত হয়। সেই বিষয়টি বিবেচনা করে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে দেশে ইতোমধ্যে ৬৫টি ব্রেস্ট ফিডিং কক্ষ স্থাপন করা হয়েছে।
পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে এসব ব্রেস্ট ফিডিং কক্ষ চালু করা হবে বলেও জানান তারা।
এ সময় নেসলের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক্তার, নার্সসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
টিআই