ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শালিখায় হেরোইনসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
শালিখায় হেরোইনসহ যুবক আটক

মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় একশ' গ্রাম হেরোইনসহ সেলিম হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী এমএম পরিবহন থেকে তাকে আটক করা হয়।


 
আটক সেলিম হোসেন ঢাকার কেরানিগঞ্জের আবু বক্করের ছেলে।  
 
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বাংলানিউজকে জানান, দুপুরে বেনাপোল থেকে ঢাকাগামী এমএম পরিবহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সেলিম হোসেনকে সন্দেহ হলে তার শরীরে তল্লাশি চালিয়ে একশ’ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় তাকে আটক করা হয়।
 
আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।