ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে স্কুলছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
শেরপুরে স্কুলছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

শেরপুর: শেরপুর সদর উপজেলায় সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শেরপুর জি,কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরপুর জেলা শহরের জি,কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে রাখে আতিকের সহপাঠী ও স্কুলের শিক্ষার্থীরা।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় বিক্ষোভকারীরা দুর্ঘটনার জন্য দায়ী চালকের শাস্তি দাবি করে। বিক্ষোভ চলাকালীন সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।

সোমবার বিকেলে শেরপুর জেলা শহরের শেরীপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈশাখী পরিবহনের একটি দ্রুতগামী বাস শেরপুর জি,কে পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র আতিকুর রহমান আতিককে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।