ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, থানায় অভিযোগ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, থানায় অভিযোগ

ধুনট(বগুড়া): প্রেমে সাড়া না পেয়ে বগুড়ার ধুনটে এক ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোস্ট করেছেন ফোরহাদ হোসেন (২০) নামে এক বখাটে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ফোরহাদ হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ফোরহাদ হোসেন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের মোন্নাছ আলীর ছেলে।

পুলিশ জানায়, ফোরহাদ হোসেনের প্রতিবেশী এক ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায় এক বছর ধরে প্রেম প্রস্তাব দিয়ে আসছিলেন ফোরহাদ হোসেন। কিন্তু বখাটের প্রেম প্রস্তাবে সাড়া দেয়নি সে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ফোরহাদ। মাদ্রাসায় যাতায়াতের সময় কৌশলে ছাত্রীর ছবি নিজের মোবাইল ফোনে ধারণ করেন তিনি। এরপর ছাত্রীর ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করে ফোরহাদ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

ফোরহাদ হোসেনের নিজস্ব নামে খোলা ফেসবুক একাউন্টে ছাত্রীর আপত্তিকর একাধিক ছবি দেখে সচেতন মহলে নানা গুঞ্জন শুরু হয়। এক পর্যায়ে এ বিষয়টি ওই ছাত্রীর স্বজনদের নজরে আসে। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার (৪ অক্টোবর) ফোরহাদ হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে, এ ঘটনাটি জানাজানি হওয়ার পর ফোরহাদ হোসেন পলাতক।      

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ছাত্রীর বাবার অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫ 
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।