ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

লিটনের সংসদ সদস্যপদ বাতিলের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
লিটনের সংসদ সদস্যপদ বাতিলের দাবি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম লিটনের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে জেলার সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ধর্মঘট পালন করেন সর্বস্তরের মানুষ।



এ সময় বক্তব্য রাখেন, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক  আফরোজা বেগম লিলি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিলুফার ইয়াসমিন শিল্পী ও মঞ্জুরুল আলম মিঠু প্রমুখ।

এরআগে একই দাবিতে শহরের আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন ডিবি রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মানবাধিকার সংরক্ষণ পরিষদ গাইবান্ধা জেলা শাখা, মানবাধিকার নাট্য পরিষদ, মানবাধিকার নারী সমাজ, মানবাধিকার আইনজীবী পরিষদ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন, সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, জাসদের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জনি, মানবাধিকার সংরক্ষণ পরিষদের কাজী আব্দুল খালেক প্রমুখ।

বক্তারা সংসদ সদস্য বাতিলসহ এমপি লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। লিটন আওয়ামী লীগের মতো একটি দলের সংসদ সদস্যের দায়িত্ব পালন করলে দলের ভাবমূর্তি বহুলাংশে ক্ষুন্ণ হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

গত শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে এমপি লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ দুই পায়ে গুলিবিদ্ধ হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।