মাগুরা: মাগুরায় সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৬ অক্টোবর) সন্ধ্যায় এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমাউল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু প্রমুখ।
সমাবেশ থেকে পুলিশের পক্ষ থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি বন্ধের জন্য সাধারণ জণগণের সহযোগিতা চাওয়া হয়। সভায় বক্তারা পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় সৃষ্টির আহ্বান জানান।
সভা থেকে মাগুরায় আর কোনো ধরণের অবৈধ অস্ত্র ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেয় মাগুরা ডিবি পুলিশ। সেইসঙ্গে জেলায় কোনো ধরনের মাদক কেনাবেচা যেন না হয় সে ব্যাপারে জনগণকে সচেতন থাকতে আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
পিসি/