ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
মাগুরায় সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৬ অক্টোবর) সন্ধ্যায় এ সমাবেশের আয়োজন করা হয়।



জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমাউল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু প্রমুখ।

সমাবেশ থেকে পুলিশের পক্ষ থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি বন্ধের জন্য সাধারণ জণগণের সহযোগিতা চাওয়া হয়। সভায় বক্তারা পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় সৃষ্টির আহ্বান জানান।

সভা থেকে মাগুরায় আর কোনো ধরণের অবৈধ অস্ত্র ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেয় মাগুরা ডিবি পুলিশ। সেইসঙ্গে জেলায় কোনো ধরনের মাদক কেনাবেচা যেন না হয় সে ব্যাপারে জনগণকে সচেতন থাকতে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ