নেত্রকোনা : নেত্রকোনা (কেন্দুয়া-আটপাড়া)-৩ আসনের সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশীর বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন সাংবাদিক হুমায়ূন কবির সেলিম।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সেলিম বাংলানিউজকে জানান, সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে সোমবার রাতে তিনি নেত্রকোনা মডেল থানায় একটি জিডি করেছেন।
তিনি জানান, বাংলাদেশ প্রতিদিন ও নয়াদিগন্ত পত্রিকায় সাবেক এমপি কোরাইশীর বিভিন্ন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও নারী কেলেঙ্কারি সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর কোরাইশী নিজে ও তার লোকজনকে দিয়ে সাংবাদিকদের একের পর এক হুমকি দেওয়ার পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে মেতে উঠেছে।
নয়া দিগন্তের সংবাদদাতা ফজলুল হক রোমান ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলপনা বেগম, নিজেদের সঙ্গে সাবেক এমপির আচরণ সম্পর্কে জানালে সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ২২৬) করেন সাংবাদিক সেলিম।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
পিসি