গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দু্’জন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা-জুম্মারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনসার আলী বাংলানিউজকে জানান, স্থানীয় বালুয়বাজার থেকে রিকশায় কালিতলা আসার পথে জুম্মার ঘর এলাকায় যাত্রীবাহী একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার এক যাত্রী নিহত হন। আহত দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। নিহত যুবকের পরেনে চেকলুঙ্গি ও গায়ে মাটি রঙের শার্ট রয়েছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
পিসি