ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ক্ষমতার অপব্যবহারকারী পুলিশের বিরুদ্ধে জিরো টলারেন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ক্ষমতার অপব্যবহারকারী পুলিশের বিরুদ্ধে জিরো টলারেন্স ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকা: ‘পুলিশের কোনো সদস্য যদি অন্যায়, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে জনহয়রানিমূলক কাজ করেন, তাকে কোনো ছাড় নয়। এ সংক্রান্ত কোনো কমপ্লেইন যদি আমাদের কাছে আসে, তিনি যেই হোন বা পদবি যাই হোক- তার বিরুদ্ধে জিরো টলারেন্স।



মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এমন ব্যবস্থার কথা জানান।

জনসাধারণের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, আপনারা কেউ পুলিশের ক্ষমতার অপব্যবহারের সম্মুখীন হলে নিঃসংকোচে আমাদের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) বা আমাকেই রিপোর্ট করবেন। কারণ, এটি জনগণের কাছে আমাদের জবাবদিহিতা। আমরা কোনো অসাধুকে কখনোই সমর্থন দেবো না। সেটি পুলিশ সদস্যদের ব্যাপারে মোটেই নয়!

তিনি বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে ঊর্ধ্বতন পর্যায়ে দু’-একটি অভিযোগ আসে। এরকম ঘটনার অভিযোগের প্রেক্ষিতে পুরো পুলিশ বাহিনীর কর্মকাণ্ডের চিত্র বিবেচনা করা যাবে না। পুলিশের অনেক ত্যাগ ও কষ্ট রয়েছে। দু’-একজন পুলিশ সদস্য খারাপ কাজ করতেই পারেন, সেটি দিয়ে পুলিশ বাহিনী বিবেচিত হবে না।

মতবিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে উদ্দেশ্য করে ডিএমপি কমিশনার বলেন, ফুটপাত দখল উচ্ছেদের ব্যপারে যখনই আপনারা আমাদের সহযোগিতা চাইবেন তখনই আমরা শতভাগ সহযোগিতা করবো। অপরাধ দমনে আমরা যৌথভাবে কাজ করতে চাই।

সভায় উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, কাউন্সিলরদের যেসব নির্বাচনী ওয়াদা ছিলো তা পালনে যেসব উদ্যোগ নেওয়া হবে তাতে পুলিশের সহযোগিতা থাকবে।

সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্য করে পুলিশ কমিশনার বলেন, ইতালীয় ও জাপানি দুই নাগরিক হত্যা একই সূত্রে গাঁথা। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তারাই এমনটি ঘটিয়েছে। এটি আমাদের দেশ ও জাতির জন্য দূর্ভাগ্যজনক।

ঘটনাস্থল থেকে কোনো সিসি ক্যামেরার ফুটেজ না পাওয়ায় সহজে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা কঠিন হয়ে যাচ্ছে।

গুলশানের ৯০, ৮৯ ও ৮৩ নম্বর রোডে কোনো সিসি ক্যামেরা স্থপিত ছিলো না। সেইসব রোডের সব সিসি ক্যামেরা আবাসিক ভবনের ভিতরে স্থাপন করা রয়েছে বলে তিনি জানান।

সোমবার (০৫ সেপ্টেম্বর) রাতে মধ্য বাড্ডায় নিজবাড়ির দ্বিতীয় তলায় পিডিবি’র সাবেক চেয়ারম্যানের হত্যাকারীদের ধরতেও কোনো সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এনএইচএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ