গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ট্রাকের হেলপার আতিয়ার রহমান (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা-পাঁচজুম্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কুড়িগ্রামের যাত্রাপুর হাট থেকে গরু বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি পাচজুম্মা এলাকায় পৌঁছালে রংপুরের পীরগাছা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়।
এতে ট্রাকের হেলপারসহ ১২জন আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ট্রাকের হেলপার আতিয়ারে মৃত্যু হয়।
আহতদের অধিকাংশই গরু ব্যবসায়ী। তাদের মধ্যে আশঙ্কাজনক ছয়জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বেশকিছু গরুও মারা যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনসার আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএস