ঢাকা: পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানকে জবাই করে হত্যার ঘটনায় তার ছোট ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা (মামলা নং-০৭) দায়ের করেছেন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দিনগত রাত ১০টা ০৫ মিনিটে মামলাটি দায়ের করা হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) খান নূরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনকে আসামি করে এ মালায় দায়ের করা হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মধ্য বাড্ডা গুদারাঘাট এলাকার জ-১০/১ নম্বর ভবনের দ্বিতীয় তলায় খিজির খানকে অজ্ঞাত পরিচয় কয়েকজন এসে জবাই করে হত্যা করে। ছয় তলা বিশিষ্ট ভবনটির মালিক তিনি নিজেই বলে জানা গেছে। ভবনটির তৃতীয় তলায় তিনি পরিবারের সঙ্গে বসবাস করতেন।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এনএইচএফ/এসএস