ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শিশু সাঈদ হত্যার চার্জশিটের উপর শুনানি বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
শিশু সাঈদ হত্যার চার্জশিটের উপর শুনানি বুধবার আবু সাঈদ

সিলেট: শিশু আবু সাঈদ হত্যা মামলার চার্জশিটের (অভিযোগ পত্র) উপর শুনানি বুধবার (০৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এদিন মহানগর মুখ্য হাকিম আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।



আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, গত ২৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশাররফ হোসাইন মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরীর কাছে চার্জশিট হস্তান্তর করেন। পরবর্তীতে প্রথম আদালতের বিচারক শাহেদুল করিমের আদালতে চার্জশিট দাখিল করা হলে শুনানির জন্য এই তারিখ ধার্য করা হয়।

এ মামলায় চার্জশিটভুক্ত আসামিরা হলেন- বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্ত) এবাদুর রহমান পুতুল, কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মাহি হোসেন মাছুম। তাদের মধ্যে মাছুম পলাতক  রয়েছেন।

গত ১১ মার্চ সকালে সিলেট নগরীর রায়নগরে আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের কুমারপাড়া ঝর্ণারপাড় সবুজ-৩৭ নং বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু সাঈদ রায়নগর হযরত শাহ মীর (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই এলাকার দর্জিবন্দ বসুন্ধরা ৭৪ নম্বর বাসার আব্দুল মতিনের ছেলে।

বাংলাদেশ সময়: ০৩৪৯, অক্টোবর ০৭, ২০১৫
এনইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।