ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী-সৎ ছেলে খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
কেরানীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী-সৎ ছেলে খুন ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে স্ত্রী শাহেরা বেগমকে (৩৫) কুপিয়ে ও সৎ ছেলে ফয়সালকে (৮) শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী ইহসাক মিয়া।

বুধবার (০৭ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার বন্দরগঞ্জে এ ঘটনা ঘটে।



এ ঘটনায় ফয়সালের বোন জান্নাত (১১) আহত হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জান্নাতের দূর সম্পর্কের ফুফু প্রতিবেশী জাহানারা বলেন, দিন পনেরো আগে ইহসাক মিয়া আরেকটি বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক কলহের জের ধরে হয়তো তিনি স্ত্রী ও সৎ ছেলের উপর হামলা চালান। এতে দু’জনই ঘটনাস্থলে নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) কিবরিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী ইহসাককে আটক করে থানায় সোপর্দ করেছে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে কিবরিয়া জানান।

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এজেডএস/এসএস




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।