ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শরতের আলোর দোলায় বিদায়বেলায়

ছবি: খায়রুল আলম রাজীব, স্টাফ ফটো করেসপন্ডেন্ট; স্টোরি: সানজিদা সামরিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
শরতের আলোর দোলায় বিদায়বেলায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক’দিন বাদেই আকাশে বাতাসে মিশবে ঢাকের ধ্বনি। শুভ্রতায় ভরবে শারদ উৎসব।

কাশফুলের বেলা শেষ হয়ে এলেও শারদীয় উৎসবের আসন পাকাপাকি করেই বিদায় নেবে সে। শরতের আলোর দোলা এখন বিদায়বেলায়।

শরতের প্রথম পর্ব শেষ। অর্থাৎ, ভাদ্র মাসের পালাবদলে উচ্ছ্বল তরুণ কাশফুলগুলো আশ্বিনের বুকে ঠাঁই নিয়েছে। ক্রমেই বয়স্ক হয়ে উঠছে তারা। সময় বেশি নেই। আর কিছুদিন পরই বিদায় নেবে প্রকৃতি থেকে। এরপর টানা এক বছরের ছুটি।

কালের পরিবর্তন ধারা আর নগরজীবনের য‍ান্ত্রিক পরিবেশে বাংলার ষড়ঋতু আলাদা করে বুঝে ওঠা দায়। গ্রীষ্ম, বর্ষা আর শীতটাই যেন এখন ম‍ুখ্য। তবুও শর‍ৎ বরাবরই আলাদা। কাশফুলের বদৌলতে এ ঋতুটি এখনও মানুষের চোখের আড়ালে চলে যায়নি।

গ্রামে নদীর পাড়ে সাদা কাশবন দেখা গেলেও শহরে দেখা মেলা ভার। তবু শহরের কোনো সীমানায় কাশফুলের দেখা মেলে। কখনও শহুরে ভাবনাকে চমকে দিয়ে কাশফুলের দল বাড়াবাড়ি রকমেরই বেড়ে ওঠে। শুভ্র পালক উড়িয়ে নেচে ওঠে হাওয়ার তালে তালে। ঢাকার বসুন্ধরা আবাসিক ও সংলগ্ন তিনশো ফুট রাস্তার দু’পাশে এখন কাশফুলের এমন উদ্দামতা।

শরতের আকাশের উড়ে যাওয়া তুলোর মেঘের সঙ্গে কাশফুলের লোমশ পাপড়িরা পাল্লা দিয়ে উড়ছে। যেনো বিদায়বেলার শেষ উল্লাসের মতো।
কখনো বা আকাশের দিকে হেলে পড়ে সূর্যস্নান করছে আবার কখনও উত্তরের হাওয়া গায়ে মেখে দুলে উঠছে।

বাতাসে শরতের শেষ কাব্য রচিত করতে নিজেকে উজাড় করে ছড়িয়ে দিতে কাশবন কার্পণ্য করছে না একটুও।
 
হেমন্ত আসবে আর কিছুদির পরই। শরতের মেঘও বদলে নেবে তার রূপ। আর কাশফুল...? তারও যে যাওয়ার সময় ঘনিয়ে এলো।

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।