ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আইজিপি কাপ আন্তঃউপজেলা যুব কাবাডির উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
আইজিপি কাপ আন্তঃউপজেলা যুব কাবাডির উদ্বোধন ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় আইজিপি কাপ আন্তঃউপজেলা যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।  

বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার পিপিএম প্রতিযোগিতার উদ্বোধন করেন।



এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, জেলার পুলিশ সুপার (এসপি) ও জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, জেলা ক্রীড় সংস্থার সহ-সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সদস্য জামিলুর রহমান জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা ও নন্দীগ্রাম উপজেলার দল কাবাডি খেলায় অংশ নেয়। শেষে সদর উপজেলা দল ৫৯-২৫ পয়েন্টে নন্দীগ্রাম উপজেলা দলকে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এমজেএফ/এমবিএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।