ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে পুত্রবধু হত্যা মামলায় শ্বশুর গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
ধুনটে পুত্রবধু হত্যা মামলায় শ্বশুর গ্রেফতার ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): যৌতুকের টাকা না পেয়ে বগুড়ার ধুনট উপজেলায় পুত্রবধু হত্যা মামলায় বাদু তরফদার (৬০) নামে এক শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ধুনট থানা থেকে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়।



বাদু তরফদার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের বাসিন্দা।

এর আগে মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে শেরপুর উপজেলার পারভবানিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানান, ধুনট উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামের ভুলু সরকারের মেয়ে কুলসুম খাতুনের প্রায় ১৫ বছর আগে কাদাই গ্রামের বাদু তরফদারের ছেলে চাঁন মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি।

এ কারণে চাঁন মিয়া শ্বশুরের কাছে ৩ লাখ টাকা যৌতুকের দাবি করে। টাকা না পেলে কুলসুম খাতুনকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করবে বলে চাঁন মিয়া হুমকি দেয়।

এ ঘটনার জের ধরেই ২৭ সেপ্টেম্বর (রোববার) সকাল ৭টার দিকে গৃহবধূ কুলসুমকে ছুরিকাঘাত করে তার স্বামী, দেবর ও শ্বশুর-শ্বাশুড়ি।

পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৭টার দিকে মারা যান কুলসুম খাতুন। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর শ্বশুর বাদু তরফদার পলাতক ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় ভুলু সরকার বাদী হয়ে নিহত গৃহবধূর স্বামী, দেবর, জা ও শ্বশুর-শ্বাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

ওই মামলার এজাহারভুক্ত ৫নম্বর আসামি হিসেবে বাদু তরফদারকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।