গাজীপুর: অসুখের যন্ত্রণা সইতে না পেরে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকায় এক ব্যক্তি ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দিনগত রাতের কোনো এক সময় আব্দুস সাত্তার মিয়া (৪৫) নামের ওই ব্যক্তি নিজ বাড়িতে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।
নিহত আব্দুস সাত্তার মিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকারই মৃত কাবিল উদ্দিনের ছেলে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম রসুল বাংলানিউজকে জানান, আব্দুস সাত্তার মিয়া দীর্ঘদিন ধরে অনিয়মিত প্রস্রাব-পায়খানাজনিত সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েও কোনো ফল পাননি তিনি। শেষে কষ্ট সইতে না পেরে মঙ্গলবার রাতের কোনো এক সময় সবার অজান্তে নিজ ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি।
বুধবার (০৭ অক্টোবর) ভোরে আব্দুস সাত্তারের মা ওই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান মো. গোলাম রসুল।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএইচ