সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুল হালিম (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বুধবার (০৭ অক্টোবর) সকালে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিম সলঙ্গা থানার চক গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাটিকুমরুল থেকে শাহজাদপুর গ্যাস ফিলিং স্টেশনগামী যাত্রীবিহীন ওই অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশা চালক আব্দুল হালিম।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএইচ