ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জের মনাকষা গণহত্যা দিবস বুধবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
শিবগঞ্জের মনাকষা গণহত্যা দিবস বুধবার

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা গণহত্যা দিবস বুধবার (০৭ অক্টোবর)।

১৯৭১ সালের এই দিনে স্থানীয় দাদনচক আদিনা ফজলুর হক স্নাতক মহাবিদ্যালয়ে পাকিস্তান হানাদার বাহিনী মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের আবুল, আমজাদ, খোকা, শামসুল, হাউজনগর গ্রামের রশিদ মেম্বারসহ ১৩ জন নিরীহ মানুষকে বাড়ি ও মাঠ থেকে ধরে এনে নির্যাতন চালায়।



পরে ঘাতকরা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের পিছনে নিয়ে সবাইকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় ২০০৮ সালে স্থানীয় শহীদ মুসলিমের ছোট ছেলে মো. বদিউর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন, যা এখনও বিচারাধীন।

অন্যদিকে, ওই মামলার সূত্র ধরে বিনোদপুরে ৩৯ জনকে হত্যার দায়ে দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে মানবতাবিরোধী অপরাধের আসামি আফসার হোসেন চুটু ও মাহিদুর রহমানকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।