ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

অপরাধ দমনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
অপরাধ দমনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: টিকিট কালোবাজারি, পকেটমার, চুরি, অজ্ঞানপার্টিসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন করতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রযুক্তির সাহায্যে অপরাধ দমনের এ কার্যক্রম শুরু হয়।



এই ক্যামেরার সাহায্যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার, রেলওয়ে পুলিশ ফাঁড়ি (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা টিকিট কাউন্টার ও প্লাটফর্ম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মুহিদুর রহমান জানান, বাংলাদেশ রেলওয়ে টেলিকমিউনিকেশন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের এক ও দুই নম্বর প্লাটফর্মসহ ভেতরে-বাইরে মোট ১০টি সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়।

এর মধ্যে এক নম্বর প্লাটফর্ম, টিকিট কাউন্টারসহ চারদিকে আটটি ক্যামেরা বসানো হয়েছে। আগামী সপ্তাহে দুই নম্বর প্লাটফর্মে আরও দু’টি ক্যামেরা বসানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে টিকিট কালোবাজারির তৎপরতা অনেক বেড়ে গেছে। সিসি ক্যামেরা স্থাপন করায় অপরাধীদের চিহ্নিত করে এখন সহজেই আইনের আওতায় আনা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।