ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে ৭ তলা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
খিলক্ষেতে ৭ তলা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে বউয়ের সঙ্গে দেখা করতে না দেওয়ায় মুরাদ হোসেন অন্তর (২০) নামে এক যুবক একটি ভবনের সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

মুরাদ চট্টগ্রাম জেলার ভোজপুর থানার সরদার পাড়া এলাকার হাছান চৌধুরী ছেলে ও উত্তরার একটি পলিটেকনিক্যাল কলেজের ছাত্র।

তিনি খিলক্ষেত লেকসিটি এলাকায় একটি মেসে থাকতেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে উত্তর খিলক্ষেতে চাচা রায়হান মিয়ার বাড়ির সাত তলা থেকে লাফ দেন মুরাদ। দ্রুত উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিয়তোষ চন্দ্র দত্ত বাংলানিউজকে জানান, রাত ১২টায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার (৭ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মুরাদের মামা আসিফ হাসান বাংলানিউজকে জানান, মুরাদ প্রেমের সূত্রে স্থানীয় একটি মেয়েকে নিয়ে পালিয়ে চট্টগ্রামে গিয়ে বিয়ে করেন। মেয়ের বাবা চট্টগ্রাম থেকে তাদের বুঝিয়েশুনিয়ে ঢাকায় নিয়ে আসেন। এরপর তিনি মেয়েকে আটকে রাখেন এবং মুরাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বাধ্য করান। অনেক চেষ্টা করেও মুরাদ তার স্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে মঙ্গলবার রাতে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
এজেডএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।