ঢাকা: সাভারের ব্যাংক কলোনির পালপাড়া বড়আখড়া মন্দিরের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৭ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চত করে বলেন, অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ওই নারী বয়স আনুমানিক ৪০ বছর হবে, তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
টিআই