ঢাকা: শিশু নির্যাতন সংখ্যার দিকেও বেড়ে যাচ্ছে এবং এর ধরণও অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
বুধবার (০৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) চাইল্ড রাইস অ্যাডভোকেসি কোয়ালিশনের পক্ষে সংবাদ সম্মেলনে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা উদ্বিগ্ন, আতঙ্কিত। যখন দেখি জাতীয় সংসদের একজন আইন প্রণেতা প্রকাশ্য দিবালোকে শিশুকে গুলি করে। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার কারণে শিশু নির্যাতনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।
অবিলম্বে শিশু নির্যাতনের সব ঘটনাকে দ্রুত বিচার আইনের আওতায় আনারও দাবি জানিয়ে সুলতানা কামাল বলেন, শিশু নির্যাতন বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পর্যায়ে প্রচার-প্রচারণা চালানো দরকার।
স্বচ্ছ বিচার নিশ্চিত করণ ও বিচারাধীন মামলার বাদীকে যাতে প্রভাবিত না করতে পারে সেজন্য আইন মন্ত্রণালয়ের অধীনে একটি মনিটরিং সেল করারও দাবি জানান তিনি।
ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনের শিশু অধিকার ফোরামের ইমরামুল হক চৌধুরী, শিশু প্রতিনিধি শামসুল আলম বকুল ও নাসিমা আক্তার জলি উপস্থিত ছিলেন।
এসময় শামছুল আলম বলেন, আগে দেশ নিয়ন্ত্রণ করতো জনগণ, আর এখন এটা করে ক্যাডাররা। যে কারণে তাদের ক্ষমতা জাহির করতে শিশু নির্যাতনের ঘটনা অহরহ ঘটে থাকে। শিশুরা এর প্রতিবাদ করতে না পারায় এ ঘটনা বেড়েই চলেছে।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএইচ