সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে হক মিয়া (১৫) ও আলী হোসেন (১২) নামে দুই বাংলাদেশি শিশু-কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
বিএসএফের হাতে আটক হক মিয়া তাহিরপুর উপজেলার লাইড়েরগড় গ্রামের ছাতু মিয়ার ছেলে ও আলী হোসেন একই উপজেলার শান্তিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তারা দু’জনেই কয়লা কুড়াতো।
সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলানিউজকে জানায়, মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে কয়লা কুড়াতে কুড়াতে হক মিয়া ও আলী হোসেন উপজেলার সীমান্তে যাদু কাটা নদীর আর্ন্তজাতিক সীমানা পিলার ১২০৩’র (৩) নম্বর পিলারের কাছে চলে যায়। এ সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
বুধবার (০৭ অক্টোবর) সকালে হক ও আলীর স্বজনরা সুনামগঞ্জ-৮ বিজিবির লাউড়েরগড় বিওপিতে খবর খবর দিলে বিজিবি তাদের ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।
সুনামগঞ্জ-৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি বাংলনিউজকে নিশ্চিত করে বলেন, ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ