ঝিনাইদহ: ঢাকায় কূটনীতিক পাড়ায় ইতালির নাগরিক তাবেলা সিজার ও রংপুরের পল্লীতে জাপানি নাগরিক কুনিও হোশি খুন হওয়ায় সারা দেশের মতো ঝিনাইদহে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বিষয়টি জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঢাকার কূটনীতিক পাড়ায় ইতালির নাগরিক ও রংপুরের পল্লীতে জাপানি নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ কারণ ঝিনাইদহে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ