ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

চাটখিলে দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
চাটখিলে দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়ন থেকে নজরুল ইসলাম (৩০) নামের এক দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের দশঘরিয়া বাজারের আনোয়ারের মুদি দোকান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



নজরুল পূর্ব পরকোর্ট গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি আনোয়ারের মুদি দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে ভেতরেই ঘুমিয়ে পড়ে নজরুল। সকালে স্থানীয় লোকজন দোকান বন্ধ দেখে তাকে ডাকাডাকি করে। একপর্যায়ে দোকানের পেছনের অংশ ভাঙা দেখে ভেতরে ঢুকে নজরুলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দোকানের ভেতর থেকে নজরুলের মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের পেছন অংশ ভেঙে চুরি বা অন্য কোনো উদ্দেশে ঢুকলে তাদের বাধা দেয় নজরুল। এ কারণে তাকে হত্যা করা হয়। দোকানের মালামাল এলোমেলো ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলেও জানান তারা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।