রাঙামাটি: রাঙামাটিসহ তিন পার্বত্য জেলা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি অবিলম্বে বাস্তবায়ন, রাঙামাটি মেডিকেল কলেজের ও শিক্ষার্থী ভর্তির পর ক্লাস শুরুর অপেক্ষায় থাকা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত রাখার দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
দাবি আদায়ে রাঙামাটিসহ পাহাড়ের সব স্কুল কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়ে বুধবার (৭ অক্টোবর) শহরে ব্যাপক প্রচারণা চালিয়েছে সংগঠনটি।
এদিকে ছাত্র ধর্মঘটে রাঙামাটি শহরের বেশিরভাগ স্কুল কলেজের শ্রেণি ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। রাঙামাটি সরকারি কলেজে কোনো শ্রেণি কার্যক্রম হয়নি। তবে শহরের জীবনযাত্রা ছিলো স্বাভাবিক।
স্কুল-কলেজগুলোতেও শিক্ষার্থী উপস্থিতি কম বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ধর্মঘটে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরে পুলিশ সতর্কাবস্থানে রয়েছে।
পিসিপি রাঙামাটি জেলা কমিটির সভাপতি উদিত চাকমা বাংলানিউজকে জানান, আমাদের দাবিটা যেহেতু যোক্তিক, সেহেতু শিক্ষার্থীরাও সাড়া দিয়েছেন। এ বিষয়ে প্রচারণা চালানোর সময় তাই কোথাও কোনো সমস্যা হয়নি।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএইচ