ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে সন্তান হত্যা মামলায় মায়ের বিরুদ্ধে চার্জশিট

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
ধুনটে সন্তান হত্যা মামলায় মায়ের বিরুদ্ধে চার্জশিট ফাহিমা আকতার

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় শিশু সন্তানকে কামড়ে ও শ্বাসরোধ করে হত্যা মামলায় ফাহিমা আকতারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দিতা সরকার বগুড়া আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।



থানা পুলিশ বাংলানিউজকে জানায়, ধুনট উপজেলার নিমগাছি গ্রামের দিনমজুর জনাব আলীর মেয়ে ফাহিমা আকতারের সঙ্গে তিন বছর আগে একই এলাকার ঘুঘরাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের বিয়ে হয়।

তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। অভাব-অনটনের কারণে ফাহিমা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে বছর খানেক আগে থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। একপর্যায়ে তিন মাস আগে ফাহিমা তার সন্তান সুলতানা খাতুনকে (৮ মাস) নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান। সেখানে তিনি পরের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

চলতি বছরের ২৯ মার্চ (রোববার) ফাহিমা আকতার তার শিশু সন্তানকে নিয়ে নিমগাছি গ্রামে এক নিকট আত্মীয় ভ্যান চালক পলাশ মিয়ার বাড়িতে বেড়াতে যান। সেখানে তিনি রাত যাপন করেন। গৃহকর্তা পলাশ মিয়া ভোর ৫টার দিকে ফাহিমা আকতারের ঘরে ঢুকে দেখেন, বিছানার ওপর সুলতানার মৃতদেহ পড়ে আছে, কিন্ত ফাহিমা ঘরে নেই।

পরিবারের লোকজন তাৎক্ষণিক খোঁজাখুঁজি করে নিমগাছি বাঙালি নদীর সেতুর উপর থেকে ফাহিমাকে আটক করে ধুনট থানায় সোপার্দ করেন।

থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিমা সুলতানাকে হত্যার দায় স্বীকার করেন। এ ঘটনায় জনাব আলী বাদী হয়ে ফাহিমার বিরুদ্ধে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে ফাহিমা আকতার বগুড়ায় কারাবন্দী জীবনযাপন করছেন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দিতা সরকার এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মামলা তদন্তকালে সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় ফাহিমা আকতারের বিরুদ্ধে বগুড়া আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।