রাজশাহী: রাজশাহী সিটি বাইপাসের বহরমপুর মোড়ে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (০৭ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মহানগরীর রাজপাড়া থানার গুড়িপাড়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ মামুন (৪৫) ও মতিহার থানার শ্যামপুর এলাকার মাজদার আলীর ছেলে মুন্টু (৩৫)।
নিহত মামুন মহানগরীর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার দবির উদ্দিন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নামিয়ে ফিরছিলো। এমন সময় বহরমপুর মোড়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকের দুই আরোহী রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে ওই অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেলা অড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের মরদেহ রাজশহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা ছিল।
ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি মাহমুদুর রহমান।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫ (আপডেট: ১৬৪৪ ঘণ্টা)
এসএস/টিআই