ঢাকা: স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মানববন্ধন করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসকরা।
বুধবার (০৭ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন শুরু হয়।
ঢামেক চিকিৎসকদের পক্ষে জরুরি বিভাগের অ্যাসিসটেন্ট রেজিস্টার (আরএস) রিয়াজ মোর্শেদ বাংলানিউজকে বলেন, বেতনের ক্ষেত্রে এই বৈষম্য মানা যায় না।
তিনি বলেন, আমাদের দাবি, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করতে হবে। স্বাস্থ্য ক্যাডারে চাকরির বয়স অনুযায়ী অন্যান্য ক্যাডারের মতো নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সব বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদমর্যাদা একই হতে হবে। সব ক্যাডারের পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে। উপজেলার কর্মকর্তাদের বেতনের বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিল করতে হবে।
বেলা ২টার দিকে চিকিৎসকদের এ মানববন্ধন শেষ হবে বলে জানান রিয়াজ মোর্শেদ।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এজেডএস/আরএইচ