ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় সরকারি স্কুলের গাছ কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
শৈলকুপায় সরকারি স্কুলের গাছ কর্তন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি মেহগনি গাছ কেটে নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক শ্যামল কুমার ও সভাপতি আব্দুস সাত্তার মাস্টার একে অপরের দোষারোপ করছেন।



বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এ গাছ কাটার ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি মেহগনি গাছ উদ্ধার করেছে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ দিদারুল ইসলাম বাংলানিউজকে বলেন, গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) এম এ হাসেম খান বাংলানিউজকে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।