ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মেলান্দহে যৌন হয়রানির দায়ে একজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
মেলান্দহে যৌন হয়রানির দায়ে একজনের কারাদণ্ড ছবি : প্রতীকী

জামালপুর: যৌন হয়রানির দায়ে জামালপুরের মেলান্দহ উপজেলায় হাসমত আলী (৪৮) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীল আল ইমরান এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত হাসমত আলী সুরুলিয়া গ্রামের বাসিন্দা ও ফুলতলা জামে মসজিদের খাদেম।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রায়ই অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে হাসমত আলীর বিরক্ত করতেন। ওই ছাত্রীর তার বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। পরে ছাত্রীর বাবা এ বিষয়ে থানায় অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে হাসমত আলীকে আটক করে পুলিশ। পরে হাসমত আলীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

অভিযুক্ত হাসমত আলীর দাবি, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর বাবা সঙ্গে তার জমি সংক্রান্ত বিষয়ে মামলা-মোকদ্দমা চলেছিল। ১১ অক্টোবর আদালতে ওই মামলার হাজিরা আছে। এরই মধ্যে তাকে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।