পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরের গুদাম থেকে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় তিন ব্যক্তিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে বরিশাল র্যাব-৮ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে জরিমানা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার সুটিয়াকাঠি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে মোস্তফা (৩২), জগন্নাথকাঠি গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিয়াজ (৩০) ও মঠবাড়িয়া উপজেলার দাউদখালীর জিতেন দাসের ছেলে রতন দাস (১৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর এএসপি জসিম উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার মিয়ারহাট বন্দরের দেলোয়ার, শাহাব উদ্দিন, ইব্রাহিম, ও রাসেলের গুদামে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এ সময় দোকান মালিকরা পালিয়ে গেলে তিন কর্মচারিকে আটক করা হয়।
জব্দকরা জালের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে জানা গেছে।
পরে আটকদের পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন কবিরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আদালত রতন দাসকে ৩ হাজার, মোস্তফাকে ২ হাজার ও রিয়াজকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকরা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর০৮, ২০১৫
এসএইচ