ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মোহনগঞ্জে ৬ মাদকসেবী, ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
মোহনগঞ্জে ৬ মাদকসেবী, ব্যবসায়ীর কারাদণ্ড

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী ও সেবনকারী ছয় ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম প্রণয় চাকমা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ইছাক মিয়া (৪৫), কাজীহাটি গ্রামের রাসেল (২৮), রহিম মিয়া (৫৫), ছুলেমান খান (৩৫), সেলিম খাঁ (৪০) ও আল আমীন (২৫)।

জানা যায়, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাঠান রেস্ট হাউজসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হেরোইন-ইয়াবা ব্যবসায়ী ছয়জনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হেরোইনসহ আধা কেজি গাঁজা ও দু’টি মোবাইলফোন জব্দ করা হয়।

সন্ধ্যায় ছয় ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এর মধ্যে ইয়াবা, হেরোইন সংরক্ষণ ও বিক্রির দায়ে শ্রীরামপুর গ্রামের সেলিম খাঁ ও আল আমীনকে ২ বছর এবং গাঁজা সেবনের দায়ে বাকি চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।