ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে বিএসএফ’র গুলিতে আহত ৫ বাংলাদেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
আদিতমারীতে বিএসএফ’র গুলিতে আহত ৫ বাংলাদেশি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)  রাবার বুলেটে আহত হয়েছেন ৫ বাংলাদেশি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দূর্গাপুর সীমান্তের চওড়াটারী গ্রামে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন, আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের আব্দুর রহিম (৩০), সুলতান হোসেন (৬৫), সাজু মিয়া (৩০), সুমন মিয়া (৩৩) ও রাবেয়া বেগম (৩৮)।

দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালেক প্রামানিক বাংলানিউজকে জানান, ভারতীয় সীমান্ত ঘেঁষা দূর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের কৃষকরা ক্ষেত থেকে নিজেদের গরু আনতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ২১ ব্যাটেলিয়নের টহল দলের সদস্যরা ধাওয়া করে।

এ সময় বাংলাদেশিরা গরু নিয়ে নিজেদের বাড়িতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ওই বাড়িতে ঢুকে ৪টি গরু নিয়ে যায়। এতে গ্রামবাসীরা বাধা দিলে বিএসএফ গ্রামবাসীদের লক্ষ্য করে নির্বিচারে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ৫ জন আহত হন। আহতদের মধ্যে রহিম ও সুলতানকে আশংকাজনক অবস্থায় প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল বজলুর রহমান হায়াতী বাংলানিউজকে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে পত্র প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।