সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ট্রাক চাপায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার কোনাপাড়া গ্রামের আরজু মিয়া (৫৫) এবং তার ছেলে শহিদ মিয়া (১২) ও কাইয়ুম (৯)।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর বাজারে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়,দুই ছেলেকে নিয়ে মহাসড়ক অতিক্রম করছিলেন আরজু মিয়া। এমন সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক পিতা ও দুই পুত্রকে পিষ্ট করে।
নিহতদের মধ্যে শহিদ ঘটনাস্থলেই মারা যান। আরজু মিয়া ও কাইয়ুমকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঝুঁকি নিয়ে সড়ক অতিক্রম করার সময় তিনজনই ট্রাক চাপায় মারা যান।
বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এনইউ/আরআই