ঢাকা: উপমহাদেশের অন্যতম শীর্ষ আলেম দ্বীন ইসলামিক রিসার্চ সেন্টার,বাংলাদেশ, বসুন্ধরা ঢাকার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত বর্তমানে শয্যাশায়ী।
তার দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার (০৯ অক্টোবর) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এ বিশেষ দোয়ার অনুরোধ করা হয়।
দেশ-বিদেশে অবস্থানরত হজরতের অসংখ্য গুণমুগ্ধ, শুভাকাঙ্ক্ষীসহ দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের কাছে তার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করা হয়।
পাশাপাশি বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার জন্য অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এমএ/