ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দৃক গ্যালারির দেয়ালে ‘মানুষ ও স্থান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
দৃক গ্যালারির দেয়ালে ‘মানুষ ও স্থান’ ছবি: দিপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাস্তবিক একটি চাকার সঙ্গে মানুষের ছুটে চলার ছবি কিংবা শীতের কুয়াশায় জবুথবু জনজীবনের আলোকচিত্র। ‘মানুষ ও স্থান’কে উপজীব্য করে এমন সব অসাধারণ চিত্র শোভা পাচ্ছে দৃক গ্যালারির দেয়ালে।



তবে কোনো পেশাদার হাতের ক্লিকে নয়; শখের বশে এসব চিত্র ক্যামেরাবন্দি করেছিলেন বেসরকারি ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) কর্মকর্তারা।

সেখানে চলছে তিন দিনব্যাপী ইবিএল আলোকচিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার থেকে শনিবার পযন্ত চলবে এ প্রদশর্নী।

সারাদেশ থেকে ইবিএল কর্মকর্তাদের পাঠানো ছবি নিয়েই হচ্ছে এই প্রদর্শনী।

ইবিএল-এর কর্মকর্তারা মূলত দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা, মানুষের নান্দনিকতা এবং স্থানের বৈচিত্র্য ও রং ধারণের প্রয়াস পেয়েছেন।

কেননা, অপেশদার হাতেও যে এমন সুন্দর অর্থবহ ছবি বের হতে পারে তা দেখে অবাক হয়েছেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী হাসান এস চন্দন।

২৫৪টি ছবির মধ্য থেকে বাছাই করে ৫৬টি ছবি নির্বাচন করে প্রদর্শনী করা হয়েছে বলে জানালেন তিনি।

হাসান এস চন্দন বলেন, ‘সৃজনশীল মন সবার আছে কিন্তু বাস্তাবতার চাপে তার চর্চা হয় না এবং প্রকাশ পায় না। কিন্তু আসলেই তাদের যে প্রতিভা আছে তা এখানে দেখা গেলো।

প্রদশর্নীর উদ্বোধক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘ইবিএল শুধু যে ব্যাংকিং নিয়ে ব্যস্ত তা নয় বরং সৃষ্টিশীল প্রতিভা তারা লালন করে এটা জানা গেলো। ’

সংশ্লিষ্টরা জানান, এমপ্লয়ি এনগেজমেন্ট কর্মসূচির আওতায় ২০১২ সাল থেকে প্রতি বছর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
‌এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।