গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো তিনজন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন খুলনার মো. রমজান আলী (৩০) ও আরেক জনের নাম পরিচয় জানা যায়নি।
হতাহতরা সকলেই বধির এবং স্থানীয় কোনাবাড়ি জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট কারখানার শ্রমিক।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সাতজন বধিরসহ আরো কয়েকজন শ্রমিক বৃহস্পতিবার ভুরুলিয়া মার্কাজ মসজিদে তাবলীগ জামাতে আসেন। তাবলীগের কাজ শেষে রমজানসহ পাঁচজন বধির ওই মসজিদ থেকে ভুরুলিয়া রেলব্রিজের উপর দিয়ে কোনাবাড়ী জরুনের উদ্দেশে রওনা দেন।
এর মধ্যে জামালপুরগামী কমিউটার ট্রেন ব্রিজে উঠে তাদের ধাক্কা দিলে রমজানসহ দুইজন বধির শ্রমিক ব্রিজের নিচে খাদে পড়ে মারা যান।
এ সময় তাদের সঙ্গে থাকা মোমিন মিয়া (৩০) ও সুমনসহ তিনজন লাফ দিয়ে পানিতে পড়ায় তারা বেঁচে যান।
পরে এলাকাবাসী ও তাবলীগের লোকজন খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান এএসআই দাদন মিয়া।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
বিএস