ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার প্যাকেট আতশবাজিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার প্যাকেট আতশবাজিসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্কের সামনে থেকে বিভিন্ন ধরনের ছয় হাজার ১৩৪ প্যাকেট ভারতীয় আতশবাজিসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ ব্যাটালিয়নের সদস্যরা।

এ সময় বাছির মিয়া (৩৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।



শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৬টার দিকে শহরের অবকাশ বিজিবি ট্রানজিট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আতশবাজি আটক করে।

বিজিবির অবকাশ ট্রানজিট ক্যাম্পের হাবিলদার মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, ভারতীয় আতশবাজি ভর্তি একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছে, এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা ফারুকী পার্কের সামনে আগে থেকে ওৎ পেতে থাকে। পিকআপ ভ্যানটি ওই এলাকায় এলে সেটিকে থামানো হয়। পরে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে মোট ছয় হাজার  ১৩৪ প্যাকেট বিভিন্ন ধরনের আতশবাজি উদ্ধার করা হয়।

এ সময় পিকআপ ভ্যানে থাকা আতশবাজি পাচারকারী বাছির মিয়াকে আটক করা হয়। অভিযান চলাকালে পিকআপভ্যান চালক দৌড়ে পালিয়ে যায়।

১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম জানান, উদ্ধার করা আতশবাজির আনুমানিক মূল্য ১২ লাখ ২৮ হাজার ৫০ টাকা। দুর্গাপূজাকে সামনে রেখে চোরাকারবারীরা সীমান্তের বিভিন্ন চোরাই পথ দিয়ে এসব আতশবাজি পাচার করে থাকে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।